প্রতিনিধি
চাঁদপুর শহরের মরহুম আবদুল করিম পাটোয়ারী সড়কের জুয়েলারি প্লাজার স্বর্ণ বিতান স্বর্ণের দোকানে ১৪ দিন পর আবারো চুরি করতে এসে ধরা পড়ে ৩ নারী চোর। আটককৃতরা হচ্ছে: রানু (৪৫), জেসমিন (৪০) ও রাজিয়া (২৫)। বর্তমানে এরা চাঁদপুর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
দোকানের মালিক তৈয়ব আলীর ছেলে জামিল সাংবাদিকদের জানান, গত ১৪ দিন আগে সন্ধ্যায় আমার বাবা দোকানে থাকা অবস্থায় ৩ নারী এসে স্বর্ণের চেইন ক্রয় করার নাম করে একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। রাত ১০টার সময় দোকানের স্টক মেলাতে গিয়ে দেখি, দোকান থেকে ১টি ১ ভরি ৪ আনা স্বর্ণের চেইন পাওয়া যাচ্ছে না। রাতে বাসায় গিয়ে দোকানে সেট করা সি সি ক্যামেরার ভিডিও দেখে দেখতে পাই ৩ নারী চেইন ক্রয় করতে এসে একটি চেইন অভিনব কায়দায় নিয়ে যায়। তিনি ক্লোজসার্কিট ক্যামেরায় বন্দী সেই দৃশ্যটি সাংবাদিকদের দেখান। গতকাল সন্ধ্যায় বোরকার ডিজাইন পরিবর্তন করে তিন নারী এসে চেইন ক্রয় করবে বলে কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে তাদের ড্রেসআপ ও কথাবার্তায় সন্দেহ হয় তারাই আমাদের দোকান থেকে স্বর্ণের চেইন চুরি করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দোকান থেকে তারা দৌড় দেয়। স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। মডেল থানার এসআই জাহাঙ্গীর তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।