চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা গৃহবঁধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্বামীকে নিয়ে সংসার করার স্বপ্ন স্বফল হলো না ব্র্যাক কর্মচারী শাহিনা আক্তারের।
বিবরনে জানা যায়, ফরিদগঞ্জ চরভৌরালী গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে শাহিনা আক্তার (২২) এক বছর যাবৎ ব্র্যাক এনজিওতে চাকুরি করা অবস্থায় কুমিল্লার আবুল কাশেম (৩৫) নামে এক যুবকের সাথে মোবাইল ফোনে সর্ম্পক হয়। গত আড়াই মাস পূর্বে শাহিদা আক্তার ব্র্যাকের এক মিটিয়ে যোগ দেয়ার জন্য কুমিল্লায় যায়। সেখানে আবুল কাশেমের সাথে তার কাজীর মাধ্যমে বিয়ে হয়। বিয়ের ঘটনাটি তার স্বজনরা জানতে পেরে তার স্বামীকে চাঁদপুরে নিয়ে আসতে বলে। গত শনিবার আবুল কাশেম শ্বশুর বাড়িতে আসলে বিয়ের কাবিন না হওয়ায় পুনরায় বিয়ে শুদ্ধ করার জন্য কাজীর মাধ্যমে বিয়ে পড়ানো হয়।
গতকাল সকালে ঘুম থেকে উঠে শাহিদা বাড়ির পাশের খেতে যায়। সেখান থেকে ফিরে এসে ঘরে ঢুকে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তার খালা আছিয়া বেগম জানায়, শাহিদা আক্তারের বাবা ছোটবেলায় তার মাকে রেখে নিরুদেশ হয়ে যায়। তার পর থেকে মা মেয়ে নানার বাড়িতে থাকত। শাহিনা ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ফরিদগঞ্জ থানার পশ্চিম ব্র্যাক এনজিও অফিসে চাকুরি নেয়। প্রেমের সম্পর্কে তারা উভয়ে কুমিল্লা কাবিন ব্যতিত বিয়ে করে। বিয়ের শুদ্ধ করতে গত শনিবার তার স্বামী আবুল কাশেম চাঁদপুরে এসে কাজীর মাধ্যমে বিয়ে করে। ঘটনার দিন কি কারণে সে বিষ খেয়েছে তা কেউ বলতে পারেনি। নিহত গৃহবঁধূর মৃতদেহ পুলিশ হাসপাতাল থেকে এনে ময়না তদন্তর শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে যানা যায়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।