চাঁদপুর পৌরসভায় ১৩নং ওয়ার্ডের ওয়্যারলেছ বাজারে মৃর্ধা বাড়ি রোডে চকিদার বাড়িতে স্ত্রী মাফুজা বেগম স্বামীর অন্ডকোষে লাথি মেরে হত্যা করার ঘটনায় মামলায় কেউ বাদী না হওয়ায় আদালত থেকে ঘাতকের জামিন হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার সকালে ঘাতক মাফুজা বেগমের পরকিয়া প্রেমিক দেবর মিজান চৌকিদার নিহত আবু ছাইদের স্বাভাবিক মৃত্যু হওয়ার অজুহাত দেখিয়ে আদালত থেকে তাকে জামিনে বের করে নিয়ে আসে। ঘাতক স্ত্রী মাফুজা বেগমের বিচার না করে জামিন হওয়ার কথা শুনে এলাকায় মৃত্যুর প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে। ঘাতক মাফুজা বেগমের বোনের জামাই ও তার স্বজনরা হত্যার ঘটনা ধামাচাপা দিয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রবাসী সাইদ চৌকিদারের মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালায়। ঘটনার দিন রাতে পুলিশ স্বামী হত্যার ঘটনায় মাহফুজাকে আটক করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে মিছিল বের করে। এঘটনায় নিহত আবু সাইদের পরিবারের পক্ষ থেকে কেই বাদী হয়ে মামলা দায়ের না করায় পুলিশ আটক মাহফুজা বেগমকে ৫৪ধারায় আসামী করে আদালতে প্রেরন করে।
উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৫টায় দেবর মিজান চৌকিদারের সাথে স্ত্রী মাহফুজা বেগমের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় উভয়ের মধ্যে বাক্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে মাহফুজা তার স্বামী অণ্ডকোষে লাথি মারার সাথে সাথে তার মৃত্যু ঘটে। দেবর ভাবী পরকিয়া ও অনৈতিক কাজের কর্মকাণ্ডের ঘটনা বেশ কয়েকবার এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করার পরে মামলা করার হুমকি দিয়ে পার পেয়ে যায়। প্রকৃত আসামী এভাবে জামিনে বের হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করে।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।