কবির হোসেন মিজি
চাঁদপুর সদর উপজেলায় ফরক্কাবাদ এলাকায় প্রবাসী স্বামীর সাথে অভিমান করে স্যাভলন পানে আত্মহত্যার চেষ্টা করেছে একই এলাকার আবুল খায়ের তালুকদারের মেয়ে কিশোরী শামছুন্নাহার রীনা (১৬) নামে এক গৃহবধূ। মুমূর্ষু অবস্থায় গৃহবধূ রিনাকে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার স্বজনরা এনে ভর্তি করায়। এ সময় কর্মরত চিকিৎসক রীনাকে চিকিৎসার মাধ্যমে আশঙ্কামুক্ত করে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকার তালুকদার বাড়িতে। একটি সূত্র থেকে জানা যায়, রীনাকে তার স্বামী পরকিয়ায় সন্দেহে মোবাইলে নানান কটুক্তি করে থাকে। এদিকে রীনাও তার স্বামীকে নিয়ে নানা সন্দেহ ও মন্তব্যের তীর স্বামীর দিকে ছুড়ে মারতো। এ নিয়ে তাদের মাঝে বিভিন্ন অজুহাতে মোবাইলে বাগ্বিতণ্ডা চলতো। ঘটনার দিনও রীনা তার প্রবাসী স্বামীর সাথে মোবাইলে তর্কে লিপ্ত হয়। এ তর্কের রেশ ধরেই সে তার স্বামীর সাথে অভিমান করে সবার অজান্তে ঘরে থাকা স্যাভলন পান করে সে আত্মহত্যার চেষ্টা করে। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, রীনার বয়স মাত্র ১৬ বছর। তাকে তার বাবা-মা অপরিণত বয়সে বিয়ে দেয়ায় সাংসারিকভাবে সে এখনো পরিপূর্ণতা অর্জন করতে সক্ষম হয়নি।