স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়্যারলেছ এলাকার মৃধা বাড়ি রোডে মৃত খলিলুর রহমান চকিদারের ৩য় ছেলে আবু সায়েদ চকিদারের লাশ গতকাল সোমবার বিকেলে তার বড় ছেলে সাগরের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আবু সায়েদ চকিদারের স্ত্রী মাহফুজা বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ওসি মোঃ আব্দুল কাইউম। তিনি আরো জানান, আবু সায়েদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তারা যদি মামলা না করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।