কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ১নং সাচার ইউপির শুয়ারোল আল মদিনা জামে মসজিদ থেকে শুরু করে শুয়ারোল কবরস্থান পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা শুয়ারোল গ্রামের সর্বস্তরের লোকজন স্বেচ্ছাশ্রম দিয়ে গত ২ মাস ধরে মাটি কেটে রাস্তাটি নির্মাণ করেছে।
গ্রমাবাসী জানায়, উপজেলার শুয়ারোল গ্রামের সবাই মিলে ১৯৯৫ সালে প্রায় এক একর জায়গায় কবরস্থান নির্মাণ করে। বর্ষায় কেউ মারা গেলে নৌকা দিয়ে কবরস্থানে লাশ নিতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হয়। গ্রামের লোকজন কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মাণ করতে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বারসহ সবার কাছে বহুবার আবেদন করেও সাড়া পায়নি।