জাতীয় পার্টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো গতকাল ১ জানুয়ারি। এ উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নূরুল হক বাচ্চু মিয়াজী।
সহ-সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপ্রধানে ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির ভারপাপ্ত সাধারণ সম্পাদক সফিউল আজম শাহজাহান, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী ও সহ-সভাপতি আবুল হোসেন মিজি। আরো বক্তব্য রাখেন জেলা যুব সংহতির আহ্বায়ক রফিক খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক আলহাজ্ব নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু জাহিদ ভূঁইয়া, পৌর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কোরবান আলী বেপারী, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হেসেন মজুমদার, ছাত্র নেতা নাজমুল হোসেন গাজী, ইকবাল হোসেন রানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ জাতীয় পার্টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকাতে আমাদের কেন্দ্রীয় কমিটি কর্মসূচি পালন করার কথা ছিলো। অথচ এই স্বৈরাচারী সরকার আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। সরকার গণমানুষের দাবিকে উপেক্ষা করে প্রহসনের এক নির্বাচন করতে যাচ্ছে। এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সংশয় দেখা দিয়েছে। বক্তারা আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের পার্টির চেয়ারম্যানকে চিকিৎসার নাম করে আটক রেখেছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।