—————————– শিল্পী চৌধুরী **
আজকাল নিজেকে নিজে চিনতে খুব ভয় হচ্ছে
জানি না কেন ,
হয়তো বা জেনে বুঝেই অবচেতনে মানতে চাচ্ছি না
সময়ের না বলা কথা ।
চলার পথে তোমার স্মৃতিগুলো ছিল সাহারা ,
তবে অনুভব করতে পারছি স্মৃতিগুলোও রঙ বদলাচ্ছে আজকাল ।
ধূসর রঙে নিজেদের জড়াচ্ছে হয়তো বা ধীরে ধীরে বিলুপ্ত হতে চাচ্ছে ।
আমিতো চাইনি এমন হোক , তবে কেন হচ্ছে ,
মন জুড়ে , ভাবনা জুড়ে তোমার স্মৃতি ছিল , তোমার স্মৃতিই আছে ,
তবুও ধূসর রঙে নিজেকে কেন জড়াচ্ছে ,
অন্ধকারে আলো দিত যে স্মৃতি সেই স্মৃতি ছিল আমার একান্ত আপন ।
নিষ্ঠুর সময় সেগুলোও কেড়ে নিতে চাচ্ছে ,প্রলেপ দিতে চাচ্ছে ঘা তে ,
হয়তো বা নতুন কোনো দগদগে ঘা দেবে বলে ।
আমার স্বস্তি যে তোমার স্মৃতির মাঝে ।
বর্তমান , ভবিষ্যৎ সময়ের হাতে কিন্তু মন সে আমার হাতে।
ধুসর রঙে রাঙাতে দেব না স্মৃতি তোমাকে ,
প্রয়োজনে সময়কে বিদায় জানাব নিঃশ্বাসটুকু দিয়ে ।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।