চাঁদপুর-চান্দ্রা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেববাজার রাস্তার মাথার পূর্ব পাশে বিস্কুটের কার্টুনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টায় এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উল্লেখিত স্থানে বিস্কুটের কার্টুনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে লাশটি উদ্ধার করে।
সরেজমিনে লাশটি দেখে ধারণা করা হচ্ছে, ৭/৮ ঘণ্টা আগে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে। রাতের অন্ধকারে কেউ উল্লেখিত স্থানে মরদেহটি ফেলে গেছে।