বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আহক্ষানে তথা ১৮ দলীয় জোটের ডাকা ১৩৩ ঘণ্টা অবরোধের ৫ম দিন ও চাঁদপুরে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনা দু’কর্মী নিহত হওয়ার প্রতিবাদে জেলা বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতালে হাজীগঞ্জে জোটের নেতা-কর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে গতকাল বুধবার দিন অতিবাহিত হয়েছে।
গতকাল দিনভর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দফায়-দফায় বিক্ষোভ মিছিল এবং সড়কের উপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। বাকিলা ও বলাখাল বাজারে সড়কের উপর সরকারি গাছ কেটে ফেলে রাখে অবরোধকারীরা। এতে ছোট খাট যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহন ভাংচুর করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। সকাল ৯টায় ১৮ দলীয় জোটের উদ্যোগে শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয়। সকাল সাড়ে ১০টায় ও দুপুর ১২টায় মিছিল করতে দেখা যায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের। মিছিলটি কাপড়িয়া পট্টির সম্মুখ থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ টাওয়ার সম্মুখে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা মাহ্মুদ হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজী, পৌর জামাতের আমীর হাফেজ মাওলানা আবুল হাসানাত, সেক্রেটারী আলহাজ্ব কবির হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহক্ষায়ক এম.এ. নাফের শাহ্, পৌর যুবদলের আহবায়ক খোরশেদ আলম ভূট্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহক্ষায়ক আকতার হোসেন দুলাল, শাহাদাৎ হোসেন ফকু, মোঃ হুমায়ুন কবির হোসেন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, বিএনপি নেতা মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের আহক্ষায়ক আবু ছায়েম মিয়াজী, যুগ্ম আহক্ষায়ক মোঃ মাসুদ আলম খান, উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক ইমান হোসেন, ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ আলম হীরা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহ্আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন লারা, যুবনেতা মোঃ মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন মজুমদার, মোঃ মঞ্জিল, মিজানুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ শাহ্জালাল, হাজীগঞ্জ শহর শিবিরের সভাপতি মহসিন, সেক্রেটারী মোশারফ হোসেন, ছাত্রনেতা মোঃ হুমায়ুন কবির, এস.এম. কিবরিয়া, মাহ্ফুজুর রহমান রবিন, সোহেল রানা, মোঃ ইকবাল, হাসান, হোসেন প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।