নিজস্ব প্রতিবেদক
অল্পের জন্য মারাত্মক সড়ক দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এ দুর্ঘটনায় সাবেক মন্ত্রীর কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাঁর ব্যবহৃত গাড়িটির সামনের অংশে ক্ষতি হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সিএনজিচলিত অটোরিকশা আটকসহ চালক রফিকুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিমউদ্দিন জানান, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর আজ শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে আসার সময় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তা এলাকায় এলে হঠাৎ একটি সিএনজি যার নং না.গঞ্জ থ ১১-৩৭৭১ সাবেক মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে সাবেক মন্ত্রী আঘাতপ্রাপ্ত না হলেও তাঁর ব্যবহৃত গাড়িটির সামনের অংশে ক্ষতি হয়েছে। এ ঘটনায় পুলিশ সিএনজিচালিত অটোরিকশা আটকসহ চালক রফিকুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রফিকুল আড়াইহাজার থানার দিঘলদীকান্দা এলাকার আশ্রাফ আলীর ছেলে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।