শওকত আলী॥
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার ৩ দিনে জ্ঞান ফিরেনি। গত ৩ দিন ধরে চাঁদপুর সরকারি জেনারেল হাসাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডের মেঝেতে অভিবাবকহীন এ বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার শয্যা পাশে পরিচিত কোন লোক পাওয়া যায়নি।
খবর নিয়ে জানাযায় গত ৩ দিন আগে চাঁদপুরের হাজীগঞ্জ উজেলার কোন এক গ্রামে সড়ক দুর্ঘটনায় এ অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে সেখানকার কোন এক ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার তাকে উদ্ধার করে একজন গ্রাম পুলিশের মাধ্যমে আহত বৃদ্ধর চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করায়।
হাসপাতালের ২য় তলা পুরুষ ওয়ার্ডের নার্স ইনচার্জ শেফালী রাণী ভৌমিক জানায়, গত ৬ জুলাই হাজীগঞ্জ থেকে একজন গ্রাম পুলিশ গুরুতর আহত হওয়া আশংকাজনক অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়ে রেখে যান। আজো পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। আমরা আমাদের চিকিৎসাসেবা নিয়মিত চালিয়ে যাচ্ছি।
এদিকে ৩ দিন ধরে অচেতন হয়ে পড়ে থাকা বৃদ্ধের পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সংবাদ প্রকাশের পর যদি আহত বৃদ্ধের ছবি দেখে তার স্বজনরা তাকে চিনতে পারেন তাহলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে আহত বৃদ্ধের উন্নত চিকিৎসার স্বার্থে তার খোঁজ খবর নেয়ার জন্য অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের।