প্রতিনিধি
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সূচীপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষিকা উম্মে তামিমা গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরনিন্দ্রায় শায়িত হলেন শ্বশুর বাড়ি চাঁদপুর সদরের হামানকর্দ্দির পারিবারিক কবরস্থানে।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষিকার মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে : কালোব্যাজ ধারণ, শোক প্রকাশিত ব্যানার সাঁটানো, কোরআন খতম, মিলাদ-মাহফিল, দোয়া ও শোক সভা।
এ বিষয়ে সূচীপাড়া ডিগ্রি কলেজের রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম জানান, প্রভাষিকা উম্মে তামিমার মৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন অভিজ্ঞ ও ভালো শিক্ষিকা ছিলেন। প্রয়াত শিক্ষিকার বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত: গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় দোয়াভাঙ্গার সুয়াপাড়া এলাকার হান্নান ফিলিং স্টেশন সম্মুখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।