স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর জেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজার সংলগ্ন সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী মো. বোরহান উদ্দিন (১৮) মারা গেছে। রবিবার বিকেলে রামগঞ্জগামী একটি পিকআপ ভ্যান ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বোরহান উদ্দিন ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামের আবদুল মালেকের ছেলে। সে ফরিদগঞ্জ মুন্সীরহাট ফাজিল মাদ্রসায় আলিম প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাশারা থেকে মোটর সাইকেল নিয়ে বোরহান উদ্দিন হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে রামগঞ্জগামী পিকআপ ভ্যানটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিন মারা যায়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুধাংশ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি আটক করেছি। চালক পলিয়ে গেছে।