পবিত্র হজ ও তাবলিগ জামায়াত ও হযরত মুহাম্মদ (স.) নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে লতিফ সিদ্দিকীকে ‘মুরতাদ’ অ্যাখ্যায়িত করে তার শাস্তির দাবি করেছে হেফাজত।
মঙ্গলবার রাজধানীর বারিধারা মাদরাসায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর হেফাজতের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী কর্মসূচি ঘোষনা করেন। এ সময় মাওলানা জুনায়েদ আল হাবিব, ড. আহমদ আব্দুল কাদেরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লতিফ সিদ্দিকীর শাস্তি দাবিতে আগামী বৃহস্পতিবার রাজধানী ঢাকাতে এবং শুক্রবার চাঁদপুরসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি। বৃহস্পতিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হবে।
লিখিত বক্তব্যে নূর হোসাইন কাসেমী বলেন, হজ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।