শহর প্রতিনিধি=
১৮ দলের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ সকালে চাঁদপুর শহরের মঠখোলা এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা সেখান থেকে সরে যায়।
অন্যদিকে, শহরে যুবদল মিছিল বের করে। হরতালে পিকেটিং করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। হরতালে ট্রেন ছাড়া সড়ক ও নৌপথে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাঁদপুর শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।