চাঁদপুর প্রতিনিধি: ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথমদিন মঙ্গলবার ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হরতালকারীরা।
চাঁদপুর জেলা শহর থেকে ৪০ কিলোমিটার পূর্বে ভোরে জেলার কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিশাল একটি কড়ই গাছ কেটে ফেলে রাখে তারা। ফলে চাঁদপুরের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে আটকে পড়ে সংবাদপত্রের গাড়িসহ অর্ধশত যানবাহন। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর ও কুমিল্লা থেকে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট ও বাবুরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা। এছাড়া মতলব-পেন্নাই সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং ব্যাটারি ও সিএনজি চালিত বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটিং করতে দেখা যায় তাদের।
অন্যদিকে, হরতালের পক্ষে চাঁদপুর শহরে মিছিল করেছে বিএনপি।
সকাল পৌনে ৯টায় চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতাল চলাকালে বিএনপি ও জামায়াতের দু’জন করে মোট চার কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।