প্রেস বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আমৃত্যু কারাদন্ড দেওয়ার প্রতিবাদে ও আপিলের রায় প্রত্যাখান করে জামায়াত ইসলামীর ডাকা ১ দফা ২৪ ঘন্টা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চাঁদপুর শহর জামায়াত ইসলামী। শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্যাহ ও শহর ছাত্রশিবিরের সেক্রেটারী মুহাম্মদ ইসমাঈল খানের নেতৃত্বে মিছিলটি ইলিশ চত্বর থেকে শুরু হয়ে মাদরাসা রোডের মাথায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন মোফাচ্ছেরে কুরআন জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে বর্তমান সরকারের সাজানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের রায় আমৃত্যু কারাদন্ড দিয়েছে। সম্পূর্ণ অন্যায় ভাবে মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে আপিল বিভাগ সরকারের মদদপুষ্ট হয়ে এ রায় দিয়েছে। অথচ এ সকল অপরাধ প্রমাণিত হয়নি এবং আল্লামা সাঈদীর এক সেকেন্ড সাজা হওয়ারও কথা নয়। শুধুমাত্র কুরআনের পাখি আল্লামা সাঈদীকে মানুষের হৃদয় থেকে দূরে সরানোর জন্য এ সাজানো চক্রান্ত। বিগত প্রায় অর্ধশতাব্দীকাল ধরে তিনি দেশে-বিদেশী মহাগ্রন্থ আল কুরআনের তাফসির পেশ করে আসছেন। ১৯৭৮ সাল পর্যন্ত তাঁর কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। তিনি কুরআনের ময়দানে বিচরণ করেছেন সদা-সর্বদা। শুধুমাত্র জনগণ থেকে দূরে সরানোর জন্য সরকারের সাজানো মিথ্যা, কাল্পনিক ও বায়োবিয় অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালে সাজানো মামলা দায়ের করে এবং পরবর্তী সরকারেরই ষড়যন্ত্রে ফাঁশির আদেশ দেয়। যে দুটি অভিযোগে ফাঁশির আদেশ দেওয়া হয়েছিল তার একটিতেও তিনি দোষী প্রমাণিত হয়নি। ট্রাইব্যুনালের বিচারকরা স্কাইপি ক্যালেঙ্কারির মাধ্যমে ট্রাইব্যুনালকে কুলশিত করেছে। বক্তারা বলেন, অবিলম্বে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনিত সকল মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় রিভিউর মাধ্যমে নিষ্পত্তি করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় জামায়াতে ইসলামী দেশবাসীকে সাথে নিয়ে সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তুলবে। তখন সরকার পালানোর জায়গাও পাবে না। এছাড়া বক্তারা আগামী রবিবারের ২৪ ঘন্টা হরতাল সফল করার জন্য জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতা-কর্মী সহ চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানান।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।