ভ্রাম্যমান প্রতিনিধি =
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা চার দিনের হরতালের ২য় দিনে গতকাল চাঁদপুরে বাস স্ট্যান্ড এলাকায় হরতাল সমর্থনকারী পিকেটারদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশকে লক্ষ করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া করলে পিকেটারদের সথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বাস স্ট্যান্ড এলাকা থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ ৫ জন পিকেটারকে আটক করে। এর মধ্যে ৪ জনের ১৫ দিনের সাজা হলেও কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে বিকেল বেলা অর্থদণ্ড করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। জানা যায়, বাস স্ট্যান্ড এলাকায় একটি সরকারি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করায় কাজী জুয়েলকে আটক করা হয়। হরতালের সমর্থনে পিকেটাররা সকালে নতুনবাজার-পুরাণবাজার সেতু এলাকায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং কুমারডুগী এলাকায় বেশ ক’টি মোটর সাইকেল ভাংচুর করে। পুলিশ বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সাথে জড়িত ১০ জনকে রোববার রাতে ও গতকাল ৪ জনকে আটক করে।
হরতালের সমর্থনে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে। ভোর ৬টা থেকে নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে অবস্থান নেয়। চাঁদপুর ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমীর এএইচ আহমদ উল্লা মিয়াসহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের চাঁদপুর জেলা নেতৃবৃন্দ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে এবং পিকেটিং করে। মিছিল শেষে বাস স্ট্যান্ড এলাকায় অবস্থানকালে তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কাজী গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হরতালের সমর্থনে সকালে বিপণীবাগ এলাকায় কেন্দ্রীয় যুবদলের সদস্য নুরুল আমিন খান আকাশ ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গাজীসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ মিছিল বের করে। সকাল সোয়া ৮টায় শহরের কোর্ট স্টেশন প্লাটফর্ম থেকে হরতালের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান ও সদস্য সচিব হযরত আলী ঢালীর নেতৃত্বে মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, যুগ্ম আহ্বায়ক আকবর মাতাব্বর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোকন মিজিসহ জেলা, শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদল
হরতালের সমর্থনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সমর্থনে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, শহর ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সূর্য, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন বাবলুসহ জেলা ও শহর ছাত্রদল নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
হরতালের সমর্থনে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বিৰোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ ইব্রাহীম খলিল। সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের সদস্য অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ আব্দুলস্নাহিল বাকী, অ্যাডঃ নাজিম উল্লা বাপ্পি, অ্যাডঃ ফরিদ আহমেদ রিপন ও অ্যাডঃ এজেডএম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অ্যাডঃ শেখ সালেহ, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ হেলাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ আবুল কালাম সরকার, অ্যাডঃ তোফায়েল আহম্মেদ জোশেফ, অ্যাডঃ মোহাম্মদ আলী, অ্যাডঃ শেখ জাহাঙ্গীর, অ্যাডঃ হামিদুর রহমান মজুমদার প্রমুখ।