চাঁদপুর: বিএনপির শীর্ষ ৫ নেতাকে আটক করতে সরকার বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
অন্যায়ভাবে হরতাল দিয়ে জনগণের ক্ষতি ও খুনের কারণে তাদের আটক করা হয়েছে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘এছাড়াও যারা নাশকতার পরিকল্পনাকারী তাদেরও আটক করা হবে।’
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামে একটি ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের পরিপন্থী হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে, বেআইনী দাবি নিয়ে আন্দোলন করছে বিএনপি। আর ওই দাবির উছিলায় যেভাবে গত দু’বারের হরতালে মানুষ হত্যা, নৈরাজ্য করেছে ও উসকানিমূলক নানা বক্তব্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে সে কারণেই ওই ৫ নেতাকে আটক করা হয়েছে।’
বিরোধীদলীয় নেতাকে সংলাপে আমন্ত্রণ জানানোর বিষয় উল্লেখ করে দীপু মনি বলেন,‘প্রধানমন্ত্রী যে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন, সে আমন্ত্রণ এখনো আছে। বিরোধীদলীয় নেত্রী জানাবেন তিনি কখন সংলাপে প্রস্তুত, তিনি জানালেই সংলাপ অনুষ্ঠিত হবে।’
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বদলীয় সরকার গঠনে সব কার্যক্রম প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। খুব শিগগিরই সর্বদলীয় সরকার গঠন করা হবে। আমরা আশা করি সেখানে বিএনপি অর্থাৎ বিরোধীদল অংশ নেবে।’
বিরোধীদলের হরতালের সমালোচনা করে দীপু মনি বলেন, ‘আমরা আশা করি তারা তাদের ধ্বংসাত্মক কর্মসূচি হরতাল প্রত্যাহার করে নেবেন। আর এ কারণে সংলাপে কোনো প্রভাব পড়বে না। আসছে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। নির্বাচনের মাধ্যমে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’
বিরোধীদলের ডাকা অবৈধ হরতাল মোকাবেলায় জনমানুষের দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই মাঠে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকারও দায়িত্ব পালন করবে, যাতে জনমানুষের জানমালের কোনো ক্ষতি না হয়।’
ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান প্রমুখ।