কচুয়া প্রতিনিধি=
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ.ন.ম. এহসানুল হক মিলন হরতালে কচুয়া থানায় দায়েরকৃত তিন মামলায় জামিন পেয়েছেন। সোমবার দুপুরে তিনি চাঁদপুরের বিচার বিভাগীয় ম্যাজিষ্ট্রেট দিদারুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করে।
এর আগে এসব মামলায় গত ২৩ অক্টোবর মিলন হাইকোর্ট থেকে দু’ সপ্তাহের জামিন লাভ করেছিলেন। একই দিন এসব মামলার আরো ১৭০ জন আসামী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তবর্তী জামিন লাভ করেন। মিলন তার জামিন মেয়াদের শেষ দিনে চাঁদপুরের আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
চাঁদপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১৭ অক্টোবর রাতে কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল মারা যায়। এরই প্রতিবাদে উপজেলা বিএনপি গত ১৯ অক্টোবর কচুয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতালের সময় কয়েকটি স্থানে পিকেটারদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মিলনকে এক নম্বর আসামী করে বিএনপি’র প্রায় দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
এদিকে মিলন আদালত থেকে বের হবার পর পরই খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ তাকে গ্রেফতারের জন্য আদালত এলাকায় এসে ভিড় জমায়। কিন্তু তার আগেই মিলন আদালত চত্ত্বর ত্যাগ করে। এমনকি মিলনের সন্ধানে বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে পুলিশ তল্লাশীও চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাসা-বাড়িতেও অভিযান চালানো হচ্ছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।