মিজানুর রহমান রানা
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হরতাল সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা শহরের কোর্ট প্রাঙ্গন এলাকায় গতকাল রোববার বিকাল ৪টায় যানবাহনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচারের রায় ঘোষণা করা নিয়ে দেশব্যাপী টানা ২য় দফা হরতালের প্রথম দিনে গতকাল বিকেলে চাঁদপুর শহরের কোট সংলগ্ন এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী যানবাহনের ওপর অতর্কিত হামলা চালায় এবং গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় জামায়াত কর্মীরা কিছুটা সক্রিয় হওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং শরীয়তপুর এলাকার সেকান্দর মাঝির ফারুক আলম নামে ১ জনকে আটক করে। তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হেড কোয়ার্টার শচীন চাকমার নেতৃত্বে রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।