মিজান লিটন
চাঁদপুর হরিণা ফেরিঘাটে বৃহস্পতিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪টায় একটি মাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালক হেলপার কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির চাষকৃত বিপুল পরিমাণ মাছ নিয়ে যশোর ট-১১-১৮০৫ ট্রাকটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। শরিয়তপুর হতে ফেরি পার হয়ে চাঁদপুর হরিণাঘাটে আসার পর ১০ মিটার দূরত্বে গাড়িটি অগ্রসর হলে গর্তে পড়ে যায়। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় কাত হয়ে হারুন খার বাড়ির ডোবায় উল্টে পড়ে। ট্রাকে প্রায় ৫০ জন ব্যবসায়ীর ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ ছিলো। ফেরিঘাটের লোকজন এবং ঘাটে অপেক্ষমান অন্যান্য গাড়ির চালক হেলপাররা ছুটে এসে দুর্ঘটনায় পতিত ট্রাকের চালক ও হেলপারকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গত কয়েকদিন আগে একই স্থানে ফল বোঝাই কয়েকটি ট্রাক উল্টে যায়। ফেরি সংযোগ সড়কের ভগ্ন দশার কারণে ওই স্থানে যানবাহন যাতায়াত বিপদজনক। এ পরিস্থিতির মধ্যে ঘাট ইজারাদার অতিরিক্ত টোল আদায় করে স্পেশাল গাড়িগুলো ফেরিতে উঠার জন্য রাস্তায় সিরিয়াল দিয়ে রাখে। বিআইডাব্লিউটিএ পার্কিং টার্মিনাল থাকা সত্ত্বেও ইজারাদার গাড়ি প্রতি মোটা অংকের টাকা নিয়ে আগে সিরিয়াল পাইয়ে দেবার জন্য রাস্তার উপর গাড়ি রাখার সুযোগ করে দিচ্ছে। ফেরি থেকে গাড়ি উপরে উঠার গাড়ি চলাচলের পর্যান্ত জায়গা না পেয়ে এভাবেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে ট্রাকে থাকা মাছ উদ্ধার করে মাছের মালিকগণ বিকল্প যানবাহনে সেগুলো নিয়ে যায়।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।