প্রতিনিধি=
চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী দুর্গাপূর ইউনিয়নের আনন্দ বাজারের ভাই ভাই সুপার মার্কেটে আগুন লেগে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
গতকাল ৪ ডিসেম্বর রাত আনুমানিক ১টায় মার্কেটের ৪টি দোকানে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টায় আগুনের তাপে বাজারের লোকজন আগুন লাগার আলামত উপলব্ধি করে ঘুম থেকে উঠে দেখে ভাই ভাই সুপার মার্কেটে আগুনে কয়েকটি দোকান পুড়ে যাচ্ছে। লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভাতে চেষ্টা করলেও প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মাঝে মা হার্ডওয়্যার, বিসমিল্লাহ্ স্টোর, শুক্কুর স্টোর ও সুলতান ট্রেডাসের মালপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। মা হার্ডওয়্যারের মালিক মোঃ মাসুদ রাঢ়ী জানান, দোকানে হার্ডওয়্যারের মালপত্র, মোটর, ড্রিল মেশিন, বিভিন্ন ধরনের মূল্যবান ফিটিংস, বৈদ্যুতিক তার, বিভিন্ন রংসহ বিভিন্ন প্রকার মালামাল পাইকারি বিক্রয় করা হয়।
তিনি আরও জানান, দোকানে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল এবং ক্যাশবাক্সে নগদ ৩ লক্ষাধিক টাকা ছিল। প্রতিদিন বিভিন্ন কোম্পানীর এজেন্ট ও এসআরগণ প্রতিদিন টাকার তাগাদায় আসলে টাকা পরিশোধ করতে হয়, এজন্য নগদ টাকা হাতে রাখতে হয়। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমবায় সমিতি থেকে এবং পৈত্রিক সম্পত্তি বিক্রি করে গত ২ বছর যাবৎ এ ব্যবসায় চালিয়ে আসছি। এখন আমি নিঃস্ব, রাস্তার ফকির থেকেও অসহায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট, মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমার ধারণা। বিসমিল্লাহ্ স্টোর (মুদি দোকান)-এর মালিক খলিলুর রহমান রাঢ়ী জানান, প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। দোকানে ২০ হাজার টাকার মতো নগদ ছিল। শুক্কুর স্টোর (মুদি দোকান)-এর মালিক শারীরিক প্রতিবন্ধী শুক্কুর ঢালী জানান, দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ও নগদ ২৫ হাজার টাকা পুড়ে ছাঁই হয়েগেছে। কীটনাশক ও ক্যামিকেলস্ বিক্রেতা সুলতান ট্রেডার্সের মালিক বাবুল ঢালী জানান, প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল এবং এক লক্ষাধিক নগদ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় মার্কেটের আরো ১০/১২টি দোকান রক্ষা পেয়েছে। ক্ষতিগ্রস্থরা এ ব্যাপারে হাইমচর থানাকে অবহিত করেছেন বলে আমাদের প্রতিনিধিকে জানায়।
শিরোনাম:
রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।