হাইমচর সংবাদদাতা: হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিযনের ২ নং ওয়াডের দু চোঁখই অন্ধ প্রতিবন্ধি মোঃ শাহাজাহান ছৈয়াল পিতা আনোয়ার ছৈয়াল এর ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে পাশের বাড়ির মোঃ আব্দুল হাই গাজীর ছেলে মাঈনুদ্দিন গাজীর বিরুদ্ধে।
যার সুএ ধরে হাইমচর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। এমনটাই জানান শাহজাহানের স্ত্রী জাহানারা বেগম।
এ বিষয়ে ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে হাইমচর থানার এস আই আঃ মান্নান সঙ্গীয় ফোর্সসহ অভিযোগ তদন্ত করেন বলে জানা যায়।
অপর দিকে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান মোল্লার সাথে মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান , আমাদের কাছে শাহজাহানের স্ত্রী জাহানারা বেগম লিখিত অভিযোগ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শাহজাহান বলেন, আমি ঘরে থেকেই বিকাশ ও লোড এর ব্যাবসা করি, অন্ধ হয়েও এটা আমি যশোর থেকে সরকারি ভাবে শিখেছি। তাছারা আমার মামা ও বোনদের সহযোগীতায় আমার সংসার চলে এবং সরকারি ভাবে আমি প্রতিবন্ধি ভাতা পাই, যার কারনে আমার কাছ থেকে মাঈনুদ্দিন মাঝে মাঝে টাকা ধার নেয়, কিন্তু গত ১৫ ই ডিসেম্বর আমার ঘরে এসে আমার এক আত্মীয়ের সামনে ১ লাখ টাকা ধার নেয়, এর কযেক দিন পড়ে আমার স্ত্রীর কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়, সেই টাকা চাইতে গেলে মাঈনুদ্দিন দেই দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে। তাছাড়াও টাকা না দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও ষড়যন্ত্র করে আসছে উক্ত মাইনুদ্দিন।
প্রতিবন্ধী শাহজাহান যাতে ন্যায়বিচার পায় সেই বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
চাঁদপুরনিউজ/এমএমএ/