প্রতিনিধি: হাইমচর উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বড় ভাই ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন পাটওয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ আন্ত জেলার কুখ্যাত ডাকাত সরদার সহ ৪ ডাকাত আটক।
গত ৬ আগষ্ট থেকে ১০ আগষ্ট হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের নির্দেশে এসআই মোঃ আনোয়ার, এসআই মোস্তফা সঙ্গি ও ফোর্স নিয়ে ঢাকা, নারায়ানগঞ্জ, ফতুল্লা ও নরসিংদি জেলার পাঁচদোলা এবং হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে ডাকাতির সাথে জড়িত থাকা পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আলি হোসেন মালের ছেলে ডাকাত সরদার সাদেক মাল, ডাকাত সরদারের বড় ভাই কুখ্যাত ডাকাত ফারুক মাল, ফরিদগঞ্জ থানার মজিবুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ জেলার নিকলি থানার পুড্ডা গ্রামের আঃ খালেক এর ছেলে শাকিলকে পুলিশ ৪ দিনের অভিযান চালিয়ে ডাকাত দলকে আটক করেন এবং তাদের কাছ থেকে লন্ঠিত মালামালের মধ্যে একটি ল্যাফটপ, একটি ক্যামেরা, ১১ টি মোবাইল সেট, ২ জোড়া কানের ধুল উদ্ধার করা হয়।
উল্লেখ্যযে গত ৫ আগষ্ট হাইমচর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন মাষ্টারের বাড়িতে ডাকাতির ঘটনায় হাইমচর থানায় ৩৯৫/৩৯৭ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং ১।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান হাইমচর থানা পুলিশ ডাকাতদের আটক করার জন্য ৪ দিনের বিশেষ অভিযানে ডাকাতের সরদার সহ ৪ কুখ্যাত ডাকাতকে আটক এবং লুন্ঠনকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। ডাকাতদের জিজ্ঞাসাবাদ করেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বড় ভাইয়ের বাড়িত ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে এবং হাইমচরের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করেছে বলে স্বীকৃতি দেন। এছাড়া ও এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।