বিশেষ প্রতিনিধি
হাইমচর উপজেলা সদর আলগীবাজারের রড, সিমেন্ট ও ঢেউটিন ব্যবসায়ী মেসার্স খান ট্রেডাসের মালিক মোক্তার আহাম্মদ খানের উত্তর আলগীস্থ খান বাড়িতে বিল্ডিংয়ের জানালা ভেঙ্গে ঘরে থাকা পালসার মোটরসাইকেল, ষ্টিলের আলমিরা ভেঙ্গে ১৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৭১ হাজার টাকা, মোবাইল সেটসহ মালমাল চুরির সংবাদ পাওয়া গেছে।
ব্যবসায়ী মোক্তার আহম্মেদ খান সাংবাদিকদের জানান, গত ১৯ অক্টোবর শনিবার বাজারের ব্যবসায়ীক কাজ শেষে রাত ১২টায় নিজবাড়িতে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজার গ্রিল কাটা এবং ঘরের দরজা খোলা, আলমীরা ও ক্যাবিনেট ভাঙ্গা মালামাল এলোমেলো পড়ে আছে, খাটের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ টাকা, ক্যাবিনেটে থাকা ৭১ হাজার টাকা, বিছানার পাশে থাকা মোবাইল সেট ও মোটরসাইকেলের চাবি, পালসার মোটরসাইকেল (চাঁদপুর ল ১১-০৪৮৩), ষ্টীলের আলমিরায় থাকা স্ত্রী ও কন্যাদের রক্ষিত ৩টি হাড়, চুড়ি, ৬জোড়া কানের দুলসহ প্রায় ১৭ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মালামাল চুরি হয়েছে। মোক্তার আহম্মদ খান জানান, ঐদিন তার স্ত্রী ও সন্তানরা মেয়ের বাড়িতে যাওয়ায় বাড়িতে তিনিই একা ছিলেন। সম্ভবত গভীর রাতে চোরের দল ঘরের পূর্বপাশের জানালার গ্রিল কেটে চুরি সংঘঠিত করেছে। তার ধারণা, চোরের দল নেশা জাতীয় স্প্রে ব্যাবহার করায় তিনি কোন আওয়াজ পাননি। তিনি রোববার সকালে বিষয়টি হাইমচর থানায় অবগত করেছেন চুরির বিষয়ে কাউকে চিহ্নিত করতে, পারেননি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাইমচর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ দেয়নি আমরা মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সাথে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছি।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।