হাইমচর প্রতিনিধি-
হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম জহিরুল ইসলাম মাছ বিক্রির স্থানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের হাতে লাঞ্ছিত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম জহিরুল ইসলাম তার অফিসের এক স্টাফ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতা ব্যতীত উপজেলার কাটাখালী এলাকায় তফাদার বাড়ির বাগানে অভিযানের নামে চাঁদা আদায়ে যান। চাঁদা না পেয়ে কিছু মাছ আটক করলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাকে লাঞ্ছিত করে। এরপর এলাকার যুবক তাইফু তফাদার, আলমগীর তফাদারসহ মুরুব্বীদের সহযোগিতায় এলাকা ত্যাগ করেন ওই মৎস্য কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগ, মৎস্য কর্মকর্তা মা ইলিশের নিধনের ব্যাপারে কোনো দায়িত্ব পালন না করে মাছ আটক করে টাকার ধান্ধায় এখানে আসায় লাঞ্ছনার শিকার হয়েছেন। এ সম্পর্কে উল্লেখিত উপজেলা মৎস্য কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো বাগানে বা মাছ বিক্রির স্পটে যাইনি। আমি গিয়েছিলাম নদীতে অভিযানে।