হাইমচর প্রতিনিধি
নদীভাঙ্গন প্রতিরোধের ফলে জমির মুল্যবৃদ্ধি পাওয়ায় হাইমচরের পশ্চিমচর কৃষ্ণপুর এলাকায় নদীভাঙ্গন কবলিত পরিবারের কাছে জমি বিক্রয় করে রেজিষ্ট্রি না দিয়ে প্রতারনা ও জমি থেেেক উচ্ছেদ ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। নদীভাংতি পরিবার তাদের ক্রয়কৃত রেজিষ্ট্র পাওয়ার জন্য প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনির হস্তক্ষেপ কামনা করেছেন।
হাইমচর থানায় দায়েরকৃত অভিযোগকারী ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ গাজী জানান, উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামে ৯বছর পূর্বে স্থানীয় দেলোয়ার পাটওয়ারী ও দুলাল পাটওয়ারীর নিকট থেকে ১৯শতক জমিক্রয় করে বসবাস করছেন। জমিক্রয়ের সময় সরল বিশ্বাসে সকল মূল্য পরিশোধ করে তড়িগড়ি জমির দখল বুঝে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন, তখন হাইমচরে ব্যাপক নদী ভাঙ্গন থাকায় জমি রেজিষ্ট্রি দেই, দিচ্ছি করে দেয়নি জমি বিক্রেতা দু’ভাই। পরবর্তীতে দেলোয়ার পাটওয়ারী জমি রেজিষ্ট্রি দিলেও দুলাল পাটওয়ারী রেজিষ্ট্রি না দিয়ে টালবাহানা শুরু করে নদী ভাংতি সৈয়দ গাজীকে হয়রানী করে আসছে, সর্বশেষ গত ৭আগস্ট দুলাল পাটওয়ারী সৈয়দ গাজীর বাড়িতে যাওয়ার রাস্তায় জোরপূর্বক বেড়া দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকি দেয়।
স্থানীয়ভাবে বিষয়টি অনেক কে জানালেও দুলাল পাটওয়ারী কোন সুরাহা দেয়নি,থানায় অভিযোগ দেয়ায় পুলিশ এসে রাস্তার উপর দুলাল পাটওয়ারীদের বেড়া কেঁটে দিয়ে গেছে। হাইমচর থানার এএসআই আনোয়ার হোসেন বলেন, অভিযোগ সরজমিনে গিয়ে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।