হাইমচর (চাঁদপুর) সংবাদদাতা: নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর মেঘনা নদীতে জাটকা ধরায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে আটক ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টি হতে রাত ১১টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ এর পরিচালিত অভিযানে ৭ জেলে আটক হয়।

আটক জেলেরা হলেন-১. মোঃ মনির হোসেন (২২) পিতা মোহাম্মদ ইসমাইল বেপারি ২. মোঃ শাহ আলম (১৩), পিতা- মো ছিদ্দিক আলি প্রধানিয়া। তাদের দুজনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশ গাড়ি। ৩. মোঃ মোক্তার হোসেন( ২২), পিতা- ওহাব মাঝি ৪. মোঃ খবির হোসেন (১৮) পিতা- ইসমাইল বেপারি, ৫. মোঃ রহুল আমিন (২৫) পিতা- মোঃ আশরাফ আলি মিঝি, ৬. পারভেজ (১৮) পিতা- মোস্তফা প্রধানিয়া, ৭. ইয়াছিন(১৪) পিতা- মান শরীফ খান। এদের বাড়ী শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব চাই থোয়াইহলা চৌধুরী। জব্দকৃত জাল ৫০ হাজার মিটার এবং জাটকা ৯০০ কেজি। জাটকাগুলো স্থানীয় দুঃস্থ দের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/