সিনিয়র করেসপন্ডেন্ট: ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর অভয়াশ্রম এলাকায় ইলিশের পোনা জাটকাসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সেই আলোকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় উপজেলা টাস্ক ফোর্সের পক্ষ থেকে জাটকা নিধন বন্ধে প্রচারণা চলছে।
হাইমচর উপজেলা টাস্কফোর্সের উদ্যোগে শনিবার সকাল থেকে শুরু হয়েছে নদী পথে মাইকিং করে প্রচারণা, সচেনতনতামূলক সভা, আড়ৎগুলোতে ব্যানার সাঁটানো ও লিফলেট বিতরণ করা হয়।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার নদী উপকূলীয় এলাকা ও জেলে পাড়াগুলোতে সব ধরণের মাছ আহরণ থেকে বিরত থাকা এবং জেলে নৌকা ও জাল ডাঙায় উঠিয়ে রাখার জন্য মাইকিং করে প্রচারণা করা হয়।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/