শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় হাবিগাজী পাড়ার মেঘনা নদীতে মালবাহি জাহাজের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা সফিক ঢ়াড়ি (৩২) নামে এক জেলে নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় মেঘনা নদীতে লাশটি জেলেরা ভেসে উঠতে দেখে নীলকমল নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। খবর পেয়ে নিলকমল নৌ ফাঁিড়র ইনচার্জ আব্দুর রহমান ঢালি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ফাড়িতে নিয়ে আসে। নিহত সফিক ঢ়াড়ির পরিবারের লোকজন অজ্ঞাত করানে মামলা মোক্দ্দমা করতে রাজি না হয়ে ময়না তদন্ত ছাড়া জিডিমূলে লামটি তাদেও আয়ত্বে নিয়ে যায়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুলি সুত্রে জানাযায় গত বুধবার গভিরাতে চার ফতেজংপুরের সফিক রঢ়ি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে আসে। এ সময় সে নৌকায় ঘুমিয়ে পরে। হটাৎ মালবাহী একটি জাহাজ এসে নৌকাটিকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথেই মাছ ধরা নৌকাটি ডুবে গিয়ে জেলে সফিক জাহাজের নিচে তলিয়ে গিয়ে নিহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি ভেসে উঠার পর জেলেরা উদ্ধার করে তিরে নিয়ে আসে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য নৌ-ফাড়িতে লাশটি নিয়ে যায়। কিন্তু নেহত সফিক রাঢ়ির পরিবারের লোকজন নৌ ফাড়িতে এসে মামলা করবেনা বলে অঙ্গিকার করার পর তাদেও কাছে লাশটি হস্তান্তর করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।