হাইমচর:
হাইমচর মেঘনা নদীতে প্রশাসনের প্রশ্রয়ে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও মতলবের সহস্রাধিক জেলে অবাধে জাটকা নিধন বন্ধের দাবিতে সমাবেশে করেছে। সমাবেশে প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সমাবেশে জেলেরা রোববারের মধ্যে মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে সোমবার থেকে হাইমচরের ৫ সহস্রাধিক জেলে একযোগে নদীতে ইলিশ শিকারের ঘোষণা দিয়েছে।
৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার তেলির মোড় মাছঘাট এলাকায় জেলেদের উদ্যোগে সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি মোঃ কাওসার মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, দপ্তর সম্পাদক মোঃ মাকছুদ আলম খান। জেলেদের পক্ষ থেকে প্রতিনিধি মোক্তার আহমেদ ইংরেজ দর্জি, রহিম মল্লিক, জেলে সোনা মিয়া গাজী, কালাম গাজী, নুরু ঢালী, বাচ্চু হাওলাদার, কাশেম গাজী, ছৈয়দ ভূঁইয়া, আনোয়ার রাড়ী, কেরামত মিজি, রোকন ভূঁইয়া, রুবেল হাওলাদার, মোবারক, ছানা উল্যাহ প্রমুখ।
সমাবেশে জেলেরা বলেন, উপজেলা জাটকা নিধন প্রতিরোধ টাস্কফোর্স কমিটির প্রত্যক্ষ প্রশ্রয়ে সর্বকালের রেকর্ড সৃষ্টি করেছে এ বছর জাটকা নিধনে। সরকার ঘোষিত অভয়াশ্রম ও ইলিশ সম্পদ রক্ষায় হাইমচরের কোন জেলে নদীতে জাটকা নিধনে না গেলেও প্রশাসনের প্রশ্রয়ে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল জেলা ও মতলবের সহস্রাধিক জেলে প্রতিনিয়ত জাটকা নিধন করছে। কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারীর মুখে প্রকাশ্যে জাটকা নিধনকারী জেলেরা কাদের ইন্দনে, জাতীয় সম্পদ ধংসে নদীতে নৌকা নিয়ে আসছে? কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও অভিযান চালানো হচ্ছে না। তারা আরো বলেন, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় সরকারিভাবে জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা এখনো দেওয়া হয়নি।
জেলেরা প্রতিবাদ সমাবেশে ২ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, রোববারের মধ্যে জাটকা নিধন বন্ধ না করলে সোমবার পুনরায় একই স্থানে সমাবেশ করে একযোগে হাইমচরের সব জেলে ইলিশ মাছ শিকারের ঘোষণা দেন।
সমাবেশ জেলেদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জাটকা নিধন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।