মোঃ শরিফ হোসন
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনায় মর্মান্তিক ট্রলার ডুবির ৬ষ্ট দিনে ১৭ মাসের শিশু ফাহিমের লাশ বরিশাল জেলার হিজলা থানার অন্তরবাম এলাকায় জেলেরা উদ্ধার করে আজ ৩১ জানুয়ারী রোববার সকাল ১১টায় বরিশাল জেলার হিজলা থানার অন্তরবাম নাসির মোল্লার আড়ত সংলগ্নে স্থানীয় জেলেদের জালে আটকিয়ে পড়লে নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইয়াসিন রতনকে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
জানাযায় হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের আমতলি গ্রামের মোঃ লিটন গাজির নাতি জামাল বেপারীর পুত্র ফাহিম তার মায়ের সাথে নিজ বাড়ি মাঝির বাজার যাওয়ার পথে গত ২৬ জানুয়ারী মর্মান্তিক ট্রলার ডুবিতে মা বেছে গেলেও শিশু ফাহিমের সন্ধান মিলেনি। ট্রলার ডুবির ৬ দিন পর শিশু ফাহিমের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান শিশুর লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের প্রিয়জনের কাছে হস্তান্তর করা হবে। লাশের পরিবারকে দাপন কাফনের জন্য ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে ১০ হাজার টাকা প্রদান করা হবে। তিনি আরও জানান মেঘনায় নিমর্জিত ট্রলারটি স্থানীয় লোকজনের সহায়তায় বিআরটিআর, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে উদ্ধার কাজ চলছে। শিশু ফাহিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।