প্রতিনিধি==
হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার সংলগ্নে ট্রলি চাপায় হেলপার রাসেল (২০) নিহত হয়েছে।
গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় জনতাবাজার হতে ট্রলি দিয়ে কাঁচামাল নেয়ার সময় ট্রলি গর্তের মধ্যে পড়ে গেলে উপরে থাকা হেলপার রাসেল ট্রলি থেকে পড়ে চাকার তলে পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়। গতকাল রোববার নিহত রাসেলের পরিবার ও ট্রলির মালিকের মধ্যে সমঝোতার ভিত্তিতে এবং নিহতের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। নিহত রাসেল চরভাঙ্গা গ্রামের আলী হোসেন পাটওয়ারীর ছেলে।