হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ম এলাকায় ডাকাত সরদার গ-ামারার নজীর কবিরাজের ছেলে ইসমাইল কবিরাজ ওরফে দাদা ভাই এবং পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের আলী হোসেন মালের ছেলে কুখ্যাত ডাকাত সাদেক হোসেন মালসহ চান্দ্রা চৌরাস্তার নারী ডাকাত সদস্য মনি মিজিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় বহুল আলোচিত কুখ্যাত ডাকাত সরদার ইসমাইল কবিরাজ ওরফে দাদা ভাই ও ডাকাত সাদেক হোসেন মাল ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলে ডাকাত ইসমাইল ও সাদেককে আটক করে। বাকিরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের গণধোলাই দিয়ে হাইমচর থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়ের নির্দেশে এসআই সুমন মিয়া, এসআই ইউনুছ ও এএসআই আব্দুস সালাম মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে জনতার রোষানল থেকে ২ ডাকাতকে উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এক নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হয়ে বহু ডাকাতি করেছে বলে অভিযোগ রয়েছে। ডাকাত ইসমাইল ও সাদেক মালের বিরুদ্ধে ৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় জানান, রোববার রাত ১২টার সময় আমাদের কাছে সংবাদ আসে একদল ডাকাত হাওলাদার বাজার সংলগ্ম এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ পেয়ে আমি এসআই সুমনের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ ফোর্স পাঠিয়ে ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছে। মামলা নং ৭, তারিখ : ২৬/২/১৮ খ্রিঃ।