চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা আবদুল ওহাব-সুফিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে দুই সহস্রাধিক রোগীর ফ্রি চিকিৎসা ক্যাম্প ও প্রায় ৮০ জন রোগীর চক্ষু ছানি অপারেশন এর ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী গন্ডামারা মোয়াজ্জেম হোসেন কলেজে এই চিকিৎসা সেবা ক্যাম্প এর আয়োজন করা হয়। এই ক্যাম্পে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটাল, ফরিদঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২৫ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
এছাড়াও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ চক্ষু রোগে আক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
চিকিৎসা সেবা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন একজন ভাল মনের মানুষ। যে কারণে তিনি সরকারের পাশাপাশি গরবী ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন। ভাল মানুষ যেখানে থাকে সেখানেই ভাল কাজ হয়। বঞ্চিত মানুষগুলো আশার আলো দেখেন। আজকের এই চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করে দেখেছি প্রত্যেকটি মানুষ এই চিকিৎসা সেবা পেয়ে খুবই আনন্দিত ও সন্তুষ্ট হয়েছেন। আমি উনার ও এই কাজে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানাই।
ফাউন্ডেশন ও মোয়াজ্জেম হোসেন কলেজের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর পরিচালক ড. মোঃ শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এস.এম. মফিজুর রহমান, এ. জেড এম সামসুদ্দিন (ফারুক), হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম প্রমূখ।
উল্লেখ্য, সৈয়দ মোয়াজ্জেম হোসেন ২০১৭ সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে এই ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুমোদন হয়। বর্তমানে সামাজিক কাজ পরিচালনার জন্য এই ফাউন্ডেশনটি ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি দ্বারা পরিচালিত।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/