
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে
দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতা রাসেল মালসহ উভয় গ্রুপের ৬ জন আহত
হয়েছে। আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েপ্রাথমিক চিকিৎসা দিয়ে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
গত ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের আক্কাস
মাল ও প্রবাসী তাজুল ইসলাম মালের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এলাকাবাসীরা জানায়, মহজমপুর গ্রামের কলোনীতে সরকারি জায়গায় দোকান উঠানোকে
কেন্দ্র করে আক্কাস মালের সাথে তাজুল মালের বিরোধ চলে আসছিলো। তার জেরে
তাজুল মালের ছেলে সোহাগের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ নেতা রাসেলের উপর হামলা
চালিয়ে গুরুতর আহত করে। সংঘর্ষে উভয় পক্ষে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন
আক্কাস মালের ছেলে ছাত্রলীগ নেতা মোঃ রাসেল মাল, জয়নাল আবেদীন জনু, রাকির,
রাহিমা বেগম, বাচ্চু, খোকন দেওয়ান। এদের মধ্যে রাসেল ও জনুর অবস্থা
আশঙ্কাজনক।
এ ব্যাপারে আক্কাস মাল জানান, আমাদের পরিবারের সাথে তাজুল ইসলাম মালের
পূর্বের থেকে বিরোধ চলে আসছে। তাজু মাল তার লোকজন নিয়ে আমার বাড়ি ভাংচুর ও
আমার ২ ছেলেকে মেরে রক্তাক্ত করে। আমরা তার ভয়ে পালিয়ে হাসপাতালে এসেছি।
আমরা প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।
এ ব্যাপারে তাজু মাল জানান, আমার কাছে কলোনীর এক ছেলে বিচার নিয়ে আসলে আমি
তাকে বর্তমান দেশের পরিস্থিতির কথা চিন্তা করে পরে বিচার করবো বলে বিদায়
করে দিয়েছি। আক্কাসের ছেলে জনু আমাকে নিয়ে গাল-মন্দ করলে আমার ছেলে তার
প্রতিবাদ করলে এ ঘটনাটি ঘটে।