প্রতিনিধি
হাইমচরের চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা কান্দিতে এক সন্তানের জননীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। ১ লাখ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে বিচারের নামে লম্পট যুবককে জিম্মায় নিয়েছে এলাকার প্রভাবশালী মহল। এ ঘটনা থানা পুলিশকে না জানানোর জন্য ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে ঐ প্রভাবশালী মহলটি। বিচারের নামে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিচার না পাওয়ায় ধর্ষণ চেষ্টার শিকার গৃহবঁধূর স্বামীর আত্মহত্যার হুমকি দেয়ায়, স্থানীয়ভাবে লম্পটে পক্ষে ও বিপক্ষে যুবকের অবস্থান নিয়ে এলাকায় বিভক্তি ছড়িয়ে পড়েছে দু’পক্ষের মধ্যে।
চরভৈরবী এলাকার দক্ষিণ বগুলাকান্দির গৃহবঁধূর ভাসুর নাছির বেপারী জানান, গত ১০ মে শনিবার গভীর রাতে ঢাকায় অবস্থানকারী তার ছোটভাই আনোয়ার হোসেন স্ত্রী ১পুত্র সন্তানের জননীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করার চেষ্টা করে স্থানীয় আবুল গাজীর ছেলে লম্পট সাইফুল গাজী (২৬)। গৃহবঁধূর ডাক-চিৎকারে নাছির বেপারী ও পার্শ্ববর্তী বাড়ির লোকজন লম্পট যুবক সাইফুল গাজীকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে।
এ সংবাদ পেয়ে স্থানীয় হুমায়ুন কবির প্রধানীয়া, মোস্তফা চোকদার, সোহেল হাওলাদার, শিমুল চোকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদকালে সাইফুল গাজী ঘটনায় সত্যতা স্বীকার করে মামলা করে পুলিশে না দেয়ার অনুরোধ করেন।
ঘটনার সংবাদ পেয়ে আনোয়ার হোসেন বেপারী মোবাইলে উপস্থিত শালীসদারদের কাছে লম্পটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেয়ার দাবি জানান। বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন শালীসদারদের হুমকি দেন। এসময় স্থানীয় জনতাও ধর্ষকের বিরুদ্ধে থানায় জানানোর কথা বলে লম্পটকে ঘিরে রাখে।
অবস্থা বেগতিক দেখে জনৈক প্রভাবশালী শালীসদার ঘটনার বিচার করার নামে ঘটনা ধামাচাপা দিতে সাইফুলকে তার জিম্মায় নেয়। অভিযোগ উঠে লম্পটকে বাঁচাতে রাতেই লাখ টাকার লেনদেন হয়। তবে লম্পটের পক্ষ অবলম্বনকারীর কয়েকজন নাম প্রকাশ্যে অনিচ্ছুক জানান, সাইফুলের সাথে ওই গৃহবঁধূর পরকীয়া চলছিল। দীর্ঘ ৬মাস পুর্ব থেকে প্রায়শই একে অপরের সাথে মিলিত হতো যা এলাকাবাসী জানতো। তারই অংশ হিসেবে শনিবার রাতে সাইফুল ওই ঘরে প্রবেশ করলে বিষয়টি বুঝতে পেরে পূর্ব থেকে পাহারায় থাকা গৃহবঁধূর শশুর পক্ষের লোকজন সাইফুলকে আটক করে। এ ঘটনাটি পরকীয়া না ধর্ষণ, এ নিয়ে এলাকাবাসী বিভক্ত হয়ে পড়েছে।
গৃহবঁধূর স্বামী আনোয়র হোসেন বেপারী বলেন, লম্পট সাইফুল দীর্ঘদিন থেকে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। যা এলাকাবাসী অবগত, শনিবার রাতে ধর্ষণের চেষ্টাকালে সাইফুলকে হাতে-নাতে আটক করেছে তার পরিবারের লোকজন। রাতেই প্রভাবশালী আবুল গাজীর পুত্র সাইফুলকে বাঁচাতে প্রভাবশালী শালীসদার লাখটাকা লেনদেনের মাধ্যমে প্রত্যক্ষ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে তার কাছে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ কোন অভিযোগ না করায় ব্যবস্থা নেয়া যায়নি।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।