শওকত আলী,
চাঁদপুরের হাইমচরের ভাঙ্গন কবলিত চরভৈরবীবাজার এলাকায় স্থায়ীভাবে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে কয়েক হাজার ভূমিহীন নারী-পুরুষ। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে নদীভাংতি পরিবারের প্রায় পাঁচ হাজারেরও বেশি লোক পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত বেড়িবাঁধে বসবাস করে আসছে। তারা বাঁধের দুই পাশে দোকানপাট নির্মাণ করে কোনরকমভাবে পরিবার নিয়ে জীবন-যাপন করছে। একটি চক্র এসব ভূমিহীন পরিবারকে উচ্ছেদ এবং তাদের দোকানপাট পাউবোর জনৈক কর্মকর্তার আত্মীয়র জায়গায় স্থানান্তরের পায়তারা করছে বলে তারা জানায়। ভূমিহীন পরিবারগুলো তাদেরকে উচ্ছেদ না করে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে থাকা স্থানটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন, চরভৈরবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ভুট্টু মুন্সি। ইউনিয়ন আ’লীগের সভাপতি আহমেদ আলী মাস্টার, দিদারুল আলম বাবু, ইলিয়াছ লিটন, ফাতিমা আক্তার, শাহাবুদ্দিন প্রমুখ। মানববন্ধন চলাকালে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে পৌঁছলে বহু নারী-পুরুষকে উচ্ছেদ আতঙ্কে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।