চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জেলা ও উপজেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে সোর্সসহ আটক ২৫ জেলের ২০ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৮ মার্চ) সকালে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রিগ্যান চাকমা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত হাইমচর উপজেলা টাস্কফোর্স, নৌ পুলিশ, কোস্টগার্ড, চাঁদপুর জেলার বিশেষ টীম যৌথ অভিযান চালিয়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে ২৪ জেলেকে আটক করেন। এছাড়াও টাস্কফোর্স অভিযানে নদীতে নামবে এমন তথ্য জেলেদের প্রদান করার সময় হাতে নাতে আরেকজন জেলেকে আটক করেন।
এসব জেলেদের মধ্যে ২০জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
কারাদন্ড প্রাপ্ত জেলেদেরকে হাইমচর থানা পুলিশ চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করেছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/