প্রতিনিধি==
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের বিল্লাল হোসেন (১৮) নামক এক যুবক মায়ের সাথে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেন।
জানা যায়, গত ১২ ডিসেম্বর তারিখে হাইমচরে দক্ষিণ আলগী খোকন পাটওয়ারীর ছেলে মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী সন্ধ্যায় মায়ের কাছে টাকা চাইলে মা ছেলেকে গাল মন্দ করলে ছেলে অভিমান ও পারিবারিক কলহ জের ধরে বিষ পানের ঘটনা ঘটায়। এলাকাবাসী জানায়, বিল্লাল পার্শ্ববর্তী দোকানে বাকি খেলে দোকানদার বিল্লালের কাছ থেকে মোবাইল রেখে দেন। পরে বিল্লাল তার মার কাছ থেকে টাকা চাইলে মা এলোপাতারি গাল মন্দ করে। অভিমানি ছেলে মায়ের গালমন্দ সহ্য করতে না পেরে বাজার থেকে বিষ এনে বিষ পান করে। এক পর্যায় রাত ৮টায় বিষক্রিয়া শুরু হলে মাটিতে লুটিয়ে পরে। বাড়ির লোক জন ধরা ধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাইমচরের কর্মরত ডাক্তার চাঁদপুরে যাবার পথেই বিল্লাল মারা যায়। পরে বিল্লালের বাড়িতে তাদের নিজ পারিবারিক কবরস্থ করা হয়। এলাকার লোকজন প্রকৃত কী ঘটেছে তা বলতে চায় না। এলাকার লোকজনের তথ্যমতে এটি কী হত্যা না-কি আত্মহত্যা এ প্রশ্ন সকলের মুখে মুখে।
এ ব্যাপারে হাইমচর থানা কাছে তথ্য জানতে চাইলে জানান, এটি তাদের আওতার বাইরে মারা যায়। চাঁদপুর মডেল থানা থেকে তাদেরকে মেসেজ মারফত জানানো হয়। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে হাইমচর থানায় নথিভুক্তি হয়নি।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।