রফিকুল ইসলাম বাবু॥
হাইমচরে মেঘনা নদীতে মালবাহি জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘এমভি রবিন’ নামের যাত্রীবাহি ট্রলারের নিখোজ ২০ যাত্রীর মধ্যে ৮যাত্রীর পরিচয় মিলেছে।
এরা হচ্ছে শাহজাদী বেগম(৩০) তার মেয়ে নারগিছ(৮), মোস্তফা মৃধার ২পুত্র মানিক(৪) ও রতন (২), সালহা উদ্দিন নেপালের স্ত্রী আলেয়া (২৬), তার দুই সন্তান পুত্র সিয়াম (৮) ও কন্যা স্বর্না বেগম (৪)। এদের স্বজনদের আহজারীতে মেঘনা তীরের আকাশ বাতাশ ভাড়ী হয়ে উঠেছে। এখনো কোন লাশ পাওয়া যায়নি।