শাহরিয়ার কৌশিক খান ॥
চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার গন্ডামারা প্রেমিকা ও পরিবাররের সাথে অভিমান করে মোঃ হোসেন নামে এক যুবক রেন্ডি গাছের ৪০ ফুট উপরে ওঠে রশি রাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় গন্ডামারার হাজারী বাড়ির পাশ্বের বাগানে এ ঘটনা ঘটে। জানা যায়, গন্ডামারা হাজারী বাড়ি আমির হোসেনের ছেলে মোঃ হোসেন পাশের এলাকার জৈনক একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সে ইরাক যাওয়ার কথা থাকলেও প্রেমিকার সাথে বিদায় নেওয়ার জন্য তাকে আসতে বলে এঘটনা পরিবারের লোকজন জানতে পেরে তাকে গালমন্ড করেন। মোঃ হোসেন প্রেমিকা ও পরিবারের সাথে অভিমান করে বাড়ির পাশের বাগানে রেন্ডি গাছের উপরে ওঠে গলায় ফাশ দেয় । এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে গাছের উপরে ওঠে ফাশ দেওয়া অবস্থায় উদ্ধার করে বস্তায় ঢুকিয়ে উপর থেকে নিচে নামিয়ে আনে। পরে মুহুর্ষ অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। হাসপাতালে আনার পর ব্যাপক দস্তাদস্তি করায় হাসপাতালের কর্তব্যরত তার অবস্থা আংশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে রেফার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাস দেওয়া যুবক মোঃ হোসেন কে মুহুর্ষ অবস্থায় এমুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, গলায় ফাস দেওয়ার কারণে তার গলার ভিতরে রগের ভিতর রক্ত জমাট হয়ে যায়। ভিতরের টিসু গুলো ফেটে যায় এ কারণে তার অবস্থা আশংকাজনক।