চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় হাইমচর উপজেলায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকালে ওই ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী পাড়ায় এই সভার আয়োজন করে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।
আলোচনা সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন এর জেলে, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।