স্টাফ রিপোর্টার: ঃচাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার নীল কমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মনিরুল হক আপত্তিকর আবস্থায় ধরা পড়ে গনধোলাাইর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তাকে ৩লক্ষ টাকা দেনমোহরে বিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার বিকেলে নীল কমল পুলিশ ফাঁড়ির পাশে একটি রুমে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, নীল কমল ইউনিয়নের কাজী মাও: মো: নজরুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানাযায়, নীল কমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মনিরুল হক ইশানবালার মৃত মো:শাহজালাল গাজী স্তী তিন সন্তানের জননীর সাথে আপত্তির ্অবস্থায় লিপ্ত হলে এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে । এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গনধোলাই দেয়। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে, নীলকমল ইউনিয়নের কাজী মাও: নজরুল ইসলামকে ডেকে তিন সন্তানের জননী বিধবা নারীকে বিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ফাঁড়ি ইনচার্জ মনিরুল হকের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়।