আসন্ন উপজেলা নির্বাচনে সামনে রেখে প্রচার প্রচারনা শেষে রাত পোহালে ভোট গ্রহণ। এর পূর্ব মুহূর্তে এসে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীদের মাঝে তীব্র ক্ষোভে চতূর্মুখী সংঘর্ষে মোঃ দুলাল বেপারী (৪৫) নামে ১জন ব্যক্তি আহত হন।
হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা প্রায় ৭০ হাজার জনগণের ভোটার অধিকার থেকে বঞ্চিত হওয়ায় এলাকার জনগণ ঝাড়–র মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে। হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার সমর্থকরা মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে অন্য একটি পক্ষ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের ধাওয়া খেয়ে তা পন্ড হয়ে যায়। মিছিলের সময় এক সমর্থকের নাকে ইট পরে রক্তাত জখম হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর পক্ষে হাইমচর উপজেলা বিএনপির সমর্থিত প্রার্থী ঘোড়া মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা ঝাড়– ও জুতা নিয়ে মিছিল করে। পরে বিক্ষিপ্ত জনতা কুশপুত্তলিকা দাহ করে।
হাইমচরে নিবার্চন স্থগিতকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে উপজেলা নিবার্হী কর্মকতা ও থানার ওসি এসে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোঃ নুর হোসেন পাটওয়ারী সমর্থকদের অনুরোধক্রমে আগামীকাল হাইমচরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। হরতালে সমর্থন জানিয়েছেন উপজেলা বিএনপির প্রার্থীর পক্ষে সর্দার আঃ জলিল মাস্টার।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।