হাইমচর (চাঁদপুর) সংবাদদাতা: হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে গাজীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিবন্ধিত ৬৭৯জন জেলের মাঝে এসব চাল বিতরণ হয়।
তবে এই ইউনিয়নে মোট ৮১২ জন জেলে নিবন্ধিত থাকলেও বরাদ্দ পেয়েছেন ৬৭৯ জনের।
চাল বিতরণ উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ।
এ সময় উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন প্রধানিয়া, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম ,১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী, টেক অফিসার হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহব্বয়ক মোঃ বাবুল পেদা, ইউপি সচিবসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমার ইউনিয়নের সকল জেলেরা অঙ্গিকার করেছেন জাটকা নিধনের দুই মাস তারা নদীতে জাল ফেলবে না এবং তারা নদীতে কোন মাছ শিকার করবে না।
চাঁদপুরনিউজ/এমএমএ/