মিজানুর রহমান রানা
চাঁদপুরের হাইমচর উপজেলার প্রাথমিক শিক সমিতির সভাপতি আবু জাফর ১৮ নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বাজেটের নাটক ‘পরিবর্তন’-এর প্রদর্শনী বন্ধ করার জন্যে গত সোমবার স্কুল প্রাঙ্গনে চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠীর নার্টকর্মী ও সাংবাদিকদের সাথে অসদাচারণ, গালমন্দ ও দুর্ব্যবহার করেছেন। শুধু তাই নয়, উপস্থিত নাট্যকর্মীদের সাংবাদিক পরিচয় পাবার তিনি হুমকি প্রদর্শন করে বলেছেন, আমি এ হাইমচর উপজেলা প্রাথমিক শিক সমিতির সভাপতি ও চাঁদপুর নতুন বাজারের লোক। এছাড়া আমি একজন চেয়ারম্যানের ভাই। আপনারা সাংবাদিক হয়ে লিখেও আমার কিছুই করতে পারবেন না। এমনকি সংশ্লিষ্ট প্রাথমিক শিা অফিসেরও কেউ আমার কিছুই করতে পারবে না।
সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা গেছে, ওইদিন হাইমচর উপজেলার ১৮ নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিা অধিদপ্তরের আয়োজনে প্রতি বছরের ন্যায় চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় শিামূলক, শিশুশ্রম বন্ধ, শারীরিক নির্যাতন বন্ধ করার বিষয়ে ও বাল্য বিবাহ রোধে নাটক ‘পরিবর্তন’ পূর্ব শিডিউল অনুযায়ী ১৮ নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাটকটি মঞ্চায়ন করার জন্য চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠীর নার্টকর্মীরা নির্দিষ্ট সময়ের আগে সেখানে গিয়ে উপস্থিত হন। ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিকরা মঞ্চের কাজ ঠিকমতো না করায় অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন ওই স্কুলের শিক আবু জাফরকে জিজ্ঞাসা করলে তিনি েেপ ওঠে বলেন, আমরা যা করেছি তাই ঠিক আছে। আমাদের বাজেট মাত্র সাড়ে ৩ হাজার টাকা। আমরা যা করেছি বেশ করেছি। এর চেয়ে আর বেশি আমরা করতে পারবো না। দেখা গেছে, তিনি অদ ডেকোরেটরদের দিয়ে মঞ্চের যে কাজ করিয়েছেন তা নাট্যকর্মীদের নাটক করার উপযোগী নয়। এ সময় নাট্যকর্মীরা তাকে পেছনের পর্দা ও অন্যান্য কাজ ঠিকমতো করে দেয়ার জন্যে বললে ওই স্কুলের শিক আবু জাফর নাট্যকর্মীদের গালাগাল করে নাটক না করার কথা বলে। পরে নাট্যকর্মীরা সেখানে নাটক না করে চলে আসার প্রস্তুতি নিতে থাকলে হাইমচর উপজেলা শিা অফিসার ঘটনাস্থলে এসে বিষয়টি সামাল দিয়ে নাট্যকর্মীদের নাটক করার জন্যে অনুরোধ জানান। নাট্যকর্মীরা উপস্থিত দর্শক বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে নাটকটি মঞ্চায়ন করেন।
নাট্যকর্মীদের প্রশ্ন একজন স্কুল শিক এবং হাইমচর উপজেলার প্রাথমিক শিক সমিতির সভাপতি হয়ে ওই আবু জাফর কীভাবে নাট্যকর্মীদের সাথে এমন অসদাচারণ, গালমন্দ ও দুর্ব্যবহার করলেন। এছাড়াও তিনি যেভাবে নাট্যকর্মীদের হুমকি-ধমকি প্রদর্শন করলেন তাতে তাদের প্রশ্ন আবু জাফরের খুঁটির জোর কোথায়? নাট্যকর্মী ও সাংবাদিকদের সাথে এভাবে আস্ফালন করে নিজের শক্তিমত্তা প্রদর্শন করার মধ্য দিয়ে তিনি কি বুঝাতে চাইছেন, তিনি হাইমচরের অঘোষিত কোনো শক্তিমান রাজা?
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।