
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর হাইমচর উপজেলার কালিখোলা মিয়ার বাজার মেঘনা নদীতে ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন নিখোজ রয়েছে ও ৪৫ জনকে নদী থেকে উদ্ধার করেছে জেলেরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়। এমভি রবিন নামে যাত্রীবাহী ট্রলারটি প্রায় ৬০/৭০ জন যাত্রী নিয়ে হাইমচর কালীখোলা থেকে ঈশানবালা যাওয়ার সময় এ দূর্ঘটনার কবলে পরে বলে জানা গেছে। খবর পেয়ে নীলকমল নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ইব্রাহীম ও হাইমচর থানার এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে নদীতে গিয়ে নিখোজ যাত্রীদের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, এমভি রবিন নামে যাত্রীবাহী ট্রলারটি যাত্রী নিয়ে হাইমচর কালীখোলা থেকে ঈশানবালা যাওয়ার সময় কালিখোলা ও মিয়ার বাজারের মাঝামাঝি জায়গায় ঘোন কুয়াশায় কারনে বরিশালগামী তেলের ট্যাংকারের সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহী ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা প্রায় প্রায় ৬০/৭০ জন যাত্রী নদীতে
পড়ে যায়। স্থানীয় জেলেদের চেষ্টায় ৫০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও ২০ জন যাত্রী নিখোজ রয়েছে বলে নীলকমল এলাকার লোকজন জানায়। জেলেরা নদী থেকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রীকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নীলকমল নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ইব্রাহীম জানায়, যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ৪৫ জনকে উদ্ধার করা গেলেও ৪/৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
